চিলমারীতে গভীর রাতে ছাত্রীর বাড়িতে শিক্ষক
গভীর রাতে ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক প্রাথমিক শিক্ষক। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায়। রমনা মুদাফৎথানা এলাকার বিরেন্দ্র নাথ মহন্তের ছেলে ডিএ চিলমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজল কুমার মহন্ত শরীফেরহাট উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে আসছেন। সোমবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ওই ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে বাড়ি চলে যান। গভীর রাতে শিক্ষক কাজল ওই ছাত্রীর দরজায় কড়া নাড়লে দরজা খুলে শিক্ষককে দেখে চিৎকার করতে থাকে ছাত্রী। ছাত্রীর চিৎকারে এলাকাবাসী কাজল কুমারকে ধাওয়া করে আটক করে।
No comments