বাগদাদি মারা গেছেন, স্বীকার করল আইএস
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি মারা গেছেন বলে নিশ্চিত করেছে খ্যাতনামা একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, বাগদাদি নিহত হওয়ার সুনিশ্চিত খবর তারা পেয়েছে। দীর্ঘদিন ধরে সিরিয়ায় গৃহযুদ্ধের বিশ্বাসযোগ্য খবর প্রকাশ করে আসছে এসওএইচআর। রয়টার্সকে সংস্থাটির প্রধান রামি আবদুল রহমান বলেন, ‘সিরিয়ার দেইর আল জোরে আইএসের প্রথম সারির নেতাসহ অন্য নেতাদের কাছ থেকে আমরা সুনিশ্চিত তথ্য পেয়েছি যে, বাগদাদি নিহত হয়েছে।’ তবে তিনি ‘কবে কখন নিহত হয়েছেন’- এ ব্যাপারে আইএস সূত্র কিছুই জানায়নি। এছাড়া ইরাকের বেসরকারি টেলিভিশন চ্যানেল আল সুমারিয়া জানায়, নিনেভেহ প্রদেশের এক বিমান হামলায় ৪৫ বছর বয়সী বাগদাদি নিহত হয়েছেন। চ্যানেলটি আরও জানায়, ‘আইএসের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সংগঠন তাদের নতুন নেতার নাম শিগগিরই ঘোষণা করবে।’ তবে আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সি বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি।
এছাড়া মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, বাগদাদির মারা যাওয়ার খবরের ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত নয় তারা। এ খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সিবাস্তাইন গোর্কা বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। গোয়েন্দা দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। পরবর্তীকালে বিবৃতির মাধ্যমে অপরিহার্য এ বিষয়টি নিশ্চিত করা হবে।’ ইরাক এবং কুর্দি বাহিনীও এ খবরের সত্যতা নিশ্চিত করেনি। ২০১৪ সালে মসুলের আল-নূরি মসজিদে বাগদাদি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন। এ ঘোষণার পর বাগদাদির মাথার দাম ২৫ মিলিয়ন ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে বহুবার তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। অবশ্য সেসব খবরের সত্যতা প্রমাণিত হয়নি। ধারণা করা হচ্ছিল, উত্তর ইরাকের মসুলের মরুভূমিতে তিনি আত্মগোপন করে আছেন। জানুয়ারিতে পেন্টাগন জানায়, মার্কিন বাহিনীর বিমান হামলায় আহত হয়েছেন বাগদাদি। সর্বশেষ ১৬ জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান হামলায় হয়তো নিহত হয়েছে বাগদাদি। মে মাসের শেষ দিকে সিরিয়ার রাকার উপকণ্ঠে এ হামলা চালানো হয়েছিল। ২৯ জুন ফের রাশিয়া জানায়, বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে।
No comments