কলারোয়ায় পৌর জামাতের আমীর গ্রেফতার
সাতক্ষীরার কলারোয়ায় নাশকতাসহ ৯টি মামলার আসামি পৌর জামাতের নায়েবে আমীর ইনামুল ইসলামকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। আটক ইনামুল ইসলাম (৪৭) উপজেলার সোনাবাড়িয়ার সোনার বাংলা কলেজের শিক্ষক।তার বাড়ি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় থানার এস.আই পিন্টু লাল দাস সোনাবাড়িয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, আটক ইনামুল নাশকতাসহ ৯টি মামলার আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই পিন্টু লাল দাস জানান, মঙ্গলবার বিকেল ৬ টার দিকে সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের সামনের রাস্তা থেকে ইনামুল ইসলামকে আটক করা হয়। নাশকতাসহ পৃথক ৯টি মামলার আসামি ইনামুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিবের সাবেক নেতা।
No comments