যুবলীগ নেতার ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে আবদুল মান্নান (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী মুকুল। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি পৌরসভার ইসলাম নগর মহল্লার মৃত তছির উদ্দিনের ছেলে। আহত মুকুল ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। হামলাকারী সজিব (৩৮) উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের গৌরাঙ্গ দত্তের ছেলে। এদিকে এ ঘটনায় বুধবার ভোরে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- সজিবের ভাই পিন্টু দত্ত (৩৫) ও পৌর যুবলীগের ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শান্ত (৩০)। ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) এটিএম শিফায়াতুল মাজদার জানান, রাত সাড়ে ১২টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় মান্নান, মুকুল ও সজিবসহ কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন।
এসময় সিগারেট খাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সজিব ক্ষিপ্ত হয়ে মান্নান ও মুকুলকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থান তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ড. সুব্রত কুমার সেন মান্নানকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় বুধবার ভোরে দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মৃতদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘাতক সজিব যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য সীমান্তে রেড অ্যালার্ড জারি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
No comments