উত্তরায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুবকর ছিদ্দিক সুমন (৪০) নামে পুলিশের এক সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ২১। তারিখ ১১/০৭/১৭। ধর্ষক সুমনের বাবার নাম সাইদুর রহমান। বাড়ি নওগাঁ। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদী ওই শিশুর বোন সুমাইয়া আক্তার জানান, তার স্বামী আব্দুল্লাহ আল মামুন এর সঙ্গে বন্ধুত্বের সূত্রধরে অভিযুক্ত ধর্ষক তাদের বাসায় যাতায়াত করতেন। তার ছোট বোন তাদের সঙ্গে থাকে এবং স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণিতে পরে। স্কুলে যাওয়া আসার পথে এবং ফোনে সুমন তাকে প্রেমের প্রস্তাব দিত এবং বিরক্ত করতো। গত ৫ জুলাই সন্ধ্যায় বাদী এবং তার স্বামী কেনাকাটার জন্য বাহিরে গেলে সুযোগ বুঝে সুমন বাসায় আসে এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে সুমন। এই ঘটনা জানাজানি হলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয় সুমন। শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে না জানিয়ে গোপন রাখে। কয়েকদিন বিমর্ষ এবং মন মরা দেখে তার বোন এবং দুলাভাই জিজ্ঞেস করলে একপর্যায়ে সব খুলে বলে। পরে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু হয়েছে এবং আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
No comments