খোলোমেলা হয়ে ব্যাপক সমালোচনায় এষা দেওল
এবার
খোলামেলা পোশাক পড়ে অনলাইন দুনিয়ায় ঝড় তুললেন এষা দেওল। কারণ তিনি এখন
সন্তানসম্ভাবা। কয়েকদিন আগেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন তিনি।
আর এবার নাকি এমন খোলামেলা পোশাকে ছবি পোস্ট করলেন! বিষয়টি অবাক করার মতো
হলেও সত্যি। সম্প্রতি একেবারেই একটি নামেমাত্র শর্টস পড়ে ছবি পোস্ট করেছেন
এষা তার ইন্সটাগ্রামে। এ ছবিতে নিজের লম্বা পায়ের মাধ্যমেই যেন আবেদন ছড়াতে
চেয়েছেন তিনি। এরই মধ্যে ইন্সটাগ্রামে ছবিটি প্রকাশের পর এটি ভাইরাল হয়ে
গেছে। এষাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কারণ সন্তান সম্ভাবা অবস্থায় এ
নায়িকার এমন ছবি প্রত্যাশা করেননি কেউ। আর তাইতো বিভিন্ন ধরনের নেতিবাচক
কমেন্ট পড়ছে এ ছবির বিপরীতে। এদিকে ছবির ক্যাপশনে এষা লিখেছেন, ‘কি গরম!
মনে হচ্ছে গ্রীষ্মকাল। বৃষ্টি তোমরা মুম্বই থেকে কত দূরে আছ?
No comments