জামালপুরে বন্যার অবনতি, ১৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোরও। বন্যায় জেলার ৬ উপজেলার ৪০টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। পানিবন্দি এলাকার মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। ফলে বিশুদ্ধ পানি ও খাবারের জন্য দুর্গত এলাকায় হাহাকার দেখা দিয়েছে। জেলা প্রশাসক আহমেদ কবীর জানান, বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে ১৪০ মেট্রিক টন চাল, ২ লাখ ২০ হাজার টাকা ও ১১ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বন্যার কারণে জেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, বন্যার কারণে ২৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
No comments