কবি আল মাহমুদের ৮২তম জন্মদিন উদযাপিত
সমকালীন বাংলাসাহিত্যের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী আল মাহমুদের ৮২তম জন্মদিন উদযাপিত হল মঙ্গলবার। এ উপলক্ষে সারা দিন কবির ফ্ল্যাটে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই কবিকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও বিশিষ্ট ব্যক্তিরা কবির ফ্ল্যাটে আসতে শুরু করেন। তারা কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই নিয়ে আসেন জন্মদিনের কেক, মিষ্টি, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী। সকাল থেকে রাত পর্যন্ত কবির বাসায় ভক্তদের ভিড় লেগেই থাকে। সকালে কবির বাসায় গিয়ে দেখা যায়, ফুলে ফুলে ভরে গেছে বসার কক্ষটি। তারপরও ফুল হাতে নিয়ে অনেকেই অপেক্ষা করছিলেন কবিকে শুভেচ্ছা জানাতে। কবি আল মাহমুদ ফাউন্ডেশন নামের নবপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের ব্যানারে আনুষ্ঠানিকভাবে কবির ফ্ল্যাটে বসার কক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনে কবির পরিবারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী তেহারি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। এছাড়া কবি আল মাহমুদের ৮২তম জন্মদিন উদযাপন কমিটিও গঠন করা হয়। এ কমিটির তত্ত্বাবধানে সারা দিনের কার্যক্রম পরিচালিত হয়। জন্মদিন উপলক্ষে খুব সকালেই কবি আসাদ চৌধুরী ও সাঈদ চৌধুরী কবিকে শুভেচ্ছা জানাতে চলে আসেন। তাদের সঙ্গে আসেন একদল কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী। কিছুক্ষণ পরই আসেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। তারা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কবি আল মাহমুদ সম্পর্কে কথা বলেন। দুপুরের দিকে কবিকে শুভেচ্ছা জানাতে আসেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক উজ্জ্বল, কবি আবদুল হাই শিকদার, টিভি ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ, ড. মামুন আহমেদ প্রমুখ। দিনব্যাপী যেসব সংগঠনের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা জানানো হয় সেগুলোর মধ্যে রয়েছে- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমি, উৎসঙ্গ সৃজন চিন্তন, বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদ, নবধারা, উক্তি বাচিক উৎকর্ষ, ফুলকুঁড়ি আসর, সাহিত্য পত্রিকা নতুন এক মাত্র, মাসিক কিশোরকণ্ঠ, কাজী নজরুল ইসলাম সংসদ, সময়ের জানালা, বাংলাদেশ প্রজন্ম সাহিত্য পরিষদ, দৈনিক যুগান্তর, রেডিও টুডে, সারেগামা একাডেমি, চন্দ্রকথা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, দফ কালচারাল একাডেমিসহ শতাধিক সংগঠন। দিনব্যাপী আয়োজনটি পরিচালনা করেন তরুণ কবি আবিদ আজম। বিভিন্ন পর্বে কবিকে নিয়ে বক্তব্য রাখেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি কামরুজ্জামান, কবি জাকির আবু জাফর, কবি আহমদ বাছির, কবি আফসার নিজাম, ড. ফজলুল হক তুহিন, সাংস্কৃতিক সংগঠক ইব্রাহীম বাহারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানসহ অনেকে। কবির কবিতা থেকে আবৃত্তি করেন নাসিম আহমেদ, মাহবুব মুকুল, সৈয়দ আল জাবের প্রমুখ। কবির লেখা সঙ্গীত পরিবেশন করেন ওবায়দুল্লাহ তারেক ও সহশিল্পীরা।জন্মদিন উপলক্ষে কবি আল মাহমুদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ। দেশবাসী যে আমাকে ভুলে যাননি, আমার শুভাকাক্সক্ষীরা যে আমাকে ভুলে যাননি, তা দেখে আমি সত্যি আপ্লুত। আমি সবার কাছে দোয়া চাই।’
No comments