ফরহাদ মজহার অপহরণ ঘটনা রহস্যজনক: ডিএমপি কমিশনার
কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণ ঘটনা রহস্যজনক বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। ডিএমপি কমিশনার বলেন, 'অপহরণ ঘটনা রহস্যজনক। কারণ ঘটনা তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে আদালতে দেয়া তথ্যে গড়মিল পাওয়া গেছে।' তবে দুই-একদিনের মধ্যেই ফরহাদ মজহারের অপহরণ রহস্যের সমাধান হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ৩ জুলাই ভোর ৫টায় শ্যামলীর নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। এরপর তার মোবাইলফোন থেকে বেশ কয়েক দফায় ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর যশোরের শিল্পশহর নওয়াপাড়া থেকে উদ্ধার ফরহাদ মজহার। নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে র্যাব। ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন।
No comments