জুতার ভেতরে সাতটি স্বর্ণের বার
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পারভেজ (২৮) নামে এক পাসপোর্ট যাত্রীর জুতার ভেতর থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা স্বর্ণের বারসহ তাকে আটক করেছে। আটক পারভেজ নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ জানান, পাসপোর্ট যাত্রী পারভেজের চলাফেরা সন্দেহজনক হওয়ায় সকাল ৯টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে জুতার ভেতর থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
No comments