ছাত্র যখন শিক্ষিকার শয্যাসঙ্গী



শিক্ষিকা তার এক টিনেজ ছাত্রকে শয্যাসঙ্গী করেছেন। এ অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ দেয়া হয়েছে পুলিশে। ফলে তিনি নিজে গিয়ে পুলিশে ধরা দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেখানকার লকহার্ট হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা সারাহ ফকস (২৭)। তিনি গোপনে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তারই এক ছাত্রের সঙ্গে, যার বয়স ১৭ বছর। বিষয়টি প্রথমে স্কুল প্রশাসকের চোখে ধরা পড়ে। তিনি অন্যদের জানালে খবর ছড়িয়ে পড়ে চারদিক। বলা হয়, সারাহ’র একজন বিবাহিত নারী। অভিযোগ করার পর তিনি পুলিশে আত্মসমর্পণ করেন। তাকে নিয়ে যাওয়া হয় ক্যাল্ডওয়েল কাউন্টি জেলে। তার বিরুদ্ধে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক আনার অভিযোগ করা হয়েছে। তবে তিনি এখনও জেলেই আছেন কিনা তা স্পষ্ট করে জানা যায় নি। পুলিশ বলেছে, তারা ১৭ বছর বয়সী ওই ছাত্রের সঙ্গে কথা বলেছে।

No comments

Powered by Blogger.