অতিরিক্ত সচিব ওএসডি : তিন যুগ্মসচিবের দপ্তর বদল
ভারপ্রাপ্ত
সচিব পদমর্যাদায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক
হোসনে আরা বেগমকে ওএসডি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ
ভারপ্রাপ্ত (অতিরিক্ত সচিব) কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে
প্রশাসন ক্যাডারের তিন যুগ্মসচিবেরও দপ্তর বদল হয়েছে। বুধবার দিনশেষে
জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা দু’টি প্রজ্ঞাপন জারি করেছে। যা
রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেখা গেছে।
প্রজ্ঞাপনে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন
মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফকে রেলপথ
মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে, আইএমইডির সিপিটিইউর পরিচালক মো. হেলাল
উদ্দিনকে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব, রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল
হককে সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।
No comments