ট্র্রাকের চাপায় পিকআপের চালক-হেলপার নিহত
মাগুরায়
ট্র্রাকের চাপায় পিকআপের চালক-হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া
৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদরের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত
পিকআপ চালকের নাম আবু হানিফ। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। সকাল
পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
রামনগর
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচএম আব্দুর রউফ ঘটনা নিশ্চিত করে জানান, ভোরে
মাগুরা থেকে একটি বালুবাহী ট্রকি কামারখালী যাচ্ছিল। পথে বেলনগর এলাকায়
পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
ঘটনাস্থলেই পিকআপ চালক ও হেলপার নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও
ড্রাইভার পালিয়ে যায়।
No comments