আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
নাটোরের
বড়াইগ্রামের মশিন্দা গ্রামে আগুনে পুড়ে আয়জান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার
মৃত্যু। আহত হয়েছেন আজেলা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বুধবার গভীর রাতে এ
ঘটনা ঘটে। মৃত আয়জান বেগম উপজেলার মশিন্দা গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী
এবং আহত আজেলা বেগম তার ছেলে আসাদের স্ত্রী। নগর ইউনিয়নের বর্তমান
চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, মশিন্দা গ্রামের মৃত আজাহার আলীর
ছেলে আসাদ সরকারের বাড়িতে গত রাত ৩টার দিকে গোয়াল ঘরের মশার কয়েল থেকে
আগুনের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে
প্রতিবেশীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে
আসাদ সরকারের বৃদ্ধা মা আয়জান বেগম আগুনে পুড়ে মারা যান। এছাড়া দুটি গরু
এবং ঘরের সব মালামাল আগুনে পুড়ে যায়। এসময় মাকে উদ্ধার করতে গিয়ে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদের স্ত্রী আজেলা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে
মুমূর্ষ অবস্থায় বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর ফায়ার
স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের একটি দল
ঘটনাস্থলে যাচ্ছিলেন। পথে বনপাড়া পৌছালে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন
বলে জানালে তারা স্টেশনে ফিরে আসেন।
No comments