বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার
বগুড়া
জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির ড্রাইভার নজরুল ইসলামের দায়ের করা
দ্রুতবিচার আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত
২১ মার্চ স্কুল ক্যাম্পাসের ভিতরে জেলা আ’লীগের সভাপতি মমতাজ উদ্দিনের গাড়ি
ছাত্রদের দ্বারা ভাংচুরের ঘটনায় তার গাড়ি চালক নজরুল ইসলাম বাদী হয়ে বগুড়া
সদর থানায় দ্রুতবিচার আইনে মামলা করে। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন
জানান, ২২ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১১টায় তাকে তার সুত্রাপুরস্থ নিজ বাড়ি
থেকে গ্রেফতার করা হয় । এরপর তাকে কোর্টে পাঠানো হয়।
No comments