অস্ত্রসহ ৬ ‘ডাকাত’ আটক : র্যাব
রাজধানীর
শেরে বাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়
‘ডাকাত’ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাবের এক বার্তায় এ তথ্য
জানানো হয়েছে। আটকৃতরা হলেন- রাকিবুল হাসান সুজন, রাশেদুল ইসলাম, ইমরান
ফকির, শামীম, হারুন বেপারী ও লিটন। রাব ২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ
কাওসার জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের
শেরেবাংলা নগরে কিডনি হাসপাতালের সামন থেকে তাদের আটক করে র্যাব ২। তিনি
জানান, আমাদের কাছে তথ্য ছিলো কিছু ডাকাত সদস্য কিডনি হাসাপাতালের সামনে
ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে একটি অভিযানিক দল সেখানে অভিযান
পরিচালনা করে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ ছয় ডাকাত সদস্যতে আটক
করে।
No comments