ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত
জয়পুরহাটের
সদর উপজেলায় ট্রাক্টর থেকে পড়ে রাসেল (২৪) নামে এক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর
উপজেলার বড় তাজপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জয়পুরহাট থানার ওসি ফরিদ
হোসেন জানান, সকাল ৯টার দিকে একটি ট্রাক্টর পুরানাপৈল ইউনিয়নের তাজপুর সড়ক
অতিক্রম করছিল। এসময় অসতর্কাবস্থায় চালকের পাশে বসে থাকা হেলপার রাসেল
হঠাৎ নিচে পড়ে যান। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে
জানান ওসি।
No comments