লন্ডনে হামলার নিন্দা
ব্রাজিল
ও নিউজিল্যান্ড সরকার লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে হামলার তীব্র
নিন্দা জানিয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা
হয়েছে, ‘ব্রাজিল সরকার ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন ও নর্দান
আয়ারল্যান্ডের সরকার ও জনগণ এবং এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও
বন্ধুদের প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানাচ্ছে।’ নিউজিল্যান্ডের
প্রধানমন্ত্রী বিল ইংলিশ এক বিবৃতিতে বলেন, ‘নিউজিল্যান্ডের কয়েক হাজার
নাগরিক লন্ডনে বেড়াতে যায় এবং শহরটিকে নিজের বাড়ি মনে করে।
শহরটিতে আমাদের
অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয় থাকেন। তাই হামলাটি আমাদের বাড়ির খুব কাছেই
ঘটেছে বলে মনে হচ্ছে।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা এই
হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা লন্ডনের মানুষের প্রতি
সমবেদনা জানাচ্ছি। আমরা আজকের এই মর্মান্তিক হামলায় নিহতদের পরিবার ও
বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
No comments