মাগুরায় ট্রাক-পিকাপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা
মহাসড়কের মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় পিকাপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে
দুই জন নিহত হয়েছেন। নিহত পিকাপ চালক আবু হানিফ ঢাকা ফতুল্লা এলাকার লাল
মিয়ার ছেলে। বাকি জনের নাম জানা যায়নি। বৃহস্পতিবার ভোরে ৫টার দিকে এ
দুর্ঘটনা ঘটে।
ভোরে হাইওয়ে সড়কের বেলনগর এলাকায় মাগুরা থেকে-ফরিদপুরমুখী
একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ
হয়। এতে ঘটনাস্থলেই পিকাপ হেলপারের মুত্যু হয়। মুমূর্ষ অবস্থায় পিকাপ চলককে
মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। দুর্ঘটনা
কবলিত ট্রাক-পিকাপ পুলিশের হেফাজতে রয়েছে।
No comments