গজারিয়ায় আফিল পেপার মিলে ভয়াবহ আগুন
মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আফিল পেপার মিলে ভয়াবহ
অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন
আহত হবার খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ
করা না গেলেও কয়েক কোটি টাকা ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টার কিছু পর আগুনের সূত্রপাত ঘটে।
দাহ্য পদার্থ আর বাতাস থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে
কো¤পনিটির কর্মীরা পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে বন্দর,আড়াই হাজার,ডেমরা,নারায়ণগঞ্জ
ফায়ার সার্ভিসের আর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নিভাতে
গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের কর্মী পারভেজ (৩৪) ও অঞ্জাতনামা তিনজন আহত হয়।
আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স পাঠানো হয়েছে।
No comments