সাতক্ষীরা সীমান্তে ১৩ শিশুসহ ২৪জন আটক
বিনা
পাসপোর্টে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১৩ শিশুসহ ২৪
জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার মধ্যরাতে তাদের
সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কুশখালি গ্রামে একটি জঙ্গল থেতে তাদের আটক করা
হয়। আটকদের মধ্যে চারজন নারী ও সাতজন পুরুষ রয়েছেন। বিজিবির কুশখালি
বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটককৃতরা কিছুদিন আগে
ভারতে কাজের জন্য গিয়েছিল। তাদের সবার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষংছড়ি
উপজেলার লেবুছড়ি,
ফুলতলি ও সালামিপাড়া গ্রামে। আটকদের কারো কাছে ভারতে
যাতায়াতের কোনো বৈধ কাগজপত্র নেই। তিনি জানান, তাদের বিজিবির-৩৮ ব্যাটালিয়ন
সদর দফতরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাতক্ষীরা থানা পুলিশে
সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মো. নাজির উদ্দিন, তার স্ত্রী সেতারা
বেগম, জয়নাল আবেদিন, তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন , তার স্ত্রী
ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ, তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন,
সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর। তাদের সঙ্গে রয়েছে আরোও ১৩টি বিভিন্ন বয়সের
শিশু। আটকদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে
বিজিবি।
No comments