প্রধান শিক্ষক গ্রেপ্তার
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে প্রধান শিক্ষককে অপসারণ ও গ্রেপ্তার দাবি করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। ওই সব কর্মসূচিতে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবি করে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এ ছাড়া গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রধান শিক্ষক রমজান আলীকে আসামি করে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা করেন মমতাজ উদ্দিনের গাড়িচালক নজরুল ইসলাম। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশের আগে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে নানা অভিযোগ তুলে জিলা স্কুলের প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবি করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আসাদুর রহমান,
দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম প্রমুখ। পরে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সভাপতির গাড়ি ভাঙচুরের ঘটনাটি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতির ব্যক্তিগত গাড়ি নিয়ে গত মঙ্গলবার সকালে স্কুলের ভেতরে প্রবেশ করেন চালক নজরুল ইসলাম। এ সময় প্রধান শিক্ষক রমজান আলী চালকের কাছে গাড়ি নিয়ে বিদ্যালয়ের ভেতরে আসার কারণ জানতে চাইলে চালক বলেন, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাতি মানাফ মাহমুদুরকে গাড়িতে করে নিতে এসেছেন তিনি। এ নিয়ে চালকের সঙ্গে প্রধান শিক্ষকের বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ডাক দিলে তারা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়িটি ভাঙচুর করে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী গতকাল রাত সোয়া ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
No comments