রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
কারখানা
বন্ধের ঘোষণায় রাজধানীর রামপুরায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ
করেছে। এসময় রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে প্রায় দেড় ঘণ্টা যান
চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার
সকাল ৮টায় রামপুরা টিভি সেন্টারের সামনে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ’ নামের ওই
পোশাক কারখানার কর্মীরা সড়ক অবরোধ করে। তারা জানায়, বিনা নোটিশে কারাখানা
বন্ধ এবং তাদের বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকরা এই আন্দোলনে যেতে বাধ্য
হয়েছে। এ দিকে সড়ক অবরোধের কারণে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত ব্যাপক যানজট
সৃষ্টি হয়েছে। প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায়
মৌচাক-মালিবাগ-রামপুরা-বনশ্রী-হাতিরঝিলসহ মালিবাগ রামপুরা হয়ে বাড্ডা
প্রগতি সরণি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় কর্মস্থলমুখী মানুষকে পায়ে
হেঁটে দীর্ঘ যাত্রা করতে দেখা যায়।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা
শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরার মোল্লা
টাওয়ারের লিরিক গার্মেন্টের শ্রমিকরা এই আন্দোলন করছে। গার্মেন্ট কর্তৃপক্ষ
হঠাৎ কারখানা বন্ধ করে দেয়ায় গত তিনদিন ধরেই তারা সড়কে নামার চেষ্টা করে।
কিন্তু পুলিশ বুঝিয়ে তাদের আটকায়। কিন্তু আজ সকালে তারা রাস্তায় নেমে
পড়েছে। তিনি জানান, আজও তাদের বুঝিয়ে সড়ক থেকে তোলার চেষ্টা করা হয়। কিন্তু
না মানায় পরে পুলিশ তাদের মৃদু লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর
সাড়ে ৯টা থেকে সড়কে যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষর্শীরা জানায়, সকাল ৮টায়
লিরিক গার্মেন্ট শ্রমিকরা বিটিভি ভবনের সামনের দুই দিকের সড়ক আটকে সেখানে
অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের
লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহতদের
মধ্যে বেশ কয়েকজন নারী শ্রমিকও রয়েছেন।
No comments