আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের তিন সদস্য গ্রেফতার : র্যাব
‘আন্তর্জাতিক
সাইবার অপরাধ চক্রের’ তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক
খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে
‘আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের’ তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে
ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন- আফজাল আহমেদ (৩৩), শরীফ আলমগীর (৪৫), শরীফ
আহদের মোহন (২৩), বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের মোহাম্মদপুর
জেনেভা ক্যাম্পের পাশে থেকে গ্রেপ্তার করে র্যাব ২। র্যাব-২ এর অপারেশন
অফিসার এএসপি ফিরোজ কাওসার জানান, এক ভোক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে
আমরা তাদের গ্রেপ্তার করি।
তারা ফেসবুক, ই-মেইলের মাধ্যমে মানুষের সঙ্গে
সখ্যতা তৈরি করে পরে বিভিন্ন উপহার পাঠানোর নামে প্রতারণা করে লাখ লাখ টাকা
আত্মসাৎ করেছে। তিনি জানান, যিনি র্যাবের কাছে অভিযোগ করেছিলেন, ওই
ভোক্তভোগী কিছুদিন আগে ফেসবুকে থমসন স্মিথ নামের এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে
ফেসবুকে আলাপ হয়। স্মিথ নিজেকে ওই দেশের বড় একটি শিল্প প্রতিষ্ঠানের
কর্ণদার বলে দাবি করেছিলেন। বেশ কিছুদিন আলাপচারিতার পর স্মিথ ভোক্তভোগীকে
জানান, তাদের একটি অফিস বাংলাদেশেও আছে। যেহেতু তিনি তাকে পছন্দ করেন
সেহেতু অফিসের ঠিকানায় তিনি তার জন্য কিছু উপহার পাঠাচ্ছেন। এর কিছুদিন পর
কস্টমস পরিচয়ে ভোক্তভোগীকে এক ব্যক্তি ফোন দিয়ে জানান, বিদেশ থেকে তার নামে
একটি উপহারের বাক্স এসেছে। বাক্সে প্রচুর পরিমাণ গোল্ড, ডলার স্মার্ট ফোন
রয়েছে। কিন্তু এগুলো কস্টমস ফি দেওয়া হয়নি। তাই এসব ছাড়িয়ে নিতে কাস্টমস ফি
বিকাশের মাধ্যমে দিলে তারা বাড়িতে পৌঁছে দিবে। এর পর কয়েক দফায় ওই
ভোক্তভোগীর কাছ থেকে তারা কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। ফিরোজ কাওসার জানান,
প্রতারক চক্রটি মানুষের সরলতার সুযোগ নিয়ে এসব কাজ করে। তাদের নেটওয়ার্ক
জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
No comments