সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ এপ্রিল
নারী
ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে
তদন্ত প্রতিবেদন আগামী ১৬ এপ্রিল দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আজ
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জিয়াউল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন
দিন ধার্য করেন।
নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় সানি এখন
জামিনে আছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত
প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ
প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক
প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করেন।
No comments