ভারতের নতুন মন্ত্রীদের শপথ আজ
ভারতের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার (আজ) দুপুর দেড়টায় রাষ্ট্রপতি ভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ হবে। সরকার গঠনের পর এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রী হিসেবে কারা আসছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে শনিবার বিজেপির সংসদীয় দলের সভায়। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মন্ত্রীদের শপথের আগে এক চা-চক্রের আয়োজন করেছেন মোদি। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে তাদের সম্পর্কে বক্তব্যও দেবেন তিনি। গত মে মাসে ৪৫ জনের টিম নিয়ে মোদি তার যাত্রা শুরু করেন। বর্তমান কেবিনেটে ২২ মন্ত্রী ও ২২ প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন তাদের মধ্যে প্রথমে রয়েছেন মনোহর পরিকর।
তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। শনিবার গোয়ার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। অন্য যারা নতুন মন্ত্রীর তালিকায় রয়েছেন তারা হলেন- বিহারের সাবেক মন্ত্রী গিরিজা সিং, লালুর দল থেকে বিজেপিতে আসা রামকিরপাল যাদব, বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভি প্রমুখ। অলিম্পিকে রুপা জেতা রাজস্থানের রাজ্যবর্ধন রাঠোর রয়েছেন মন্ত্রীর তালিকায়। রাজস্থান থেকে বিজেপির ২৫টি আসনেই জয় পেয়েছে গত নির্বাচনে। এ রাজ্য থেকে অন্তত একজনকে মন্ত্রী করার সম্ভাবনা প্রবল। শিবসেনা এবং তেলুগু দেশম পার্টি আরও মন্ত্রী পদ পাওয়ার আশা করছে।বিদেশ সফরে নতুন রেকর্ড গড়ার পথে মোদি!দিল্লির মসনদে বসার ছয় মাসের মধ্যেই বিদেশ সফরেও রেকর্ড গড়তে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে এর আগে এত কম সময়ে কেউ তার মতো এতবার বিদেশ ভ্রমণ করেননি। মাত্র ছয় মাসের ব্যবধানে ইতিমধ্যেই বেশ কটি বিদেশ সফর সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি। টানা সফরসূচিতে তিনি ঘুরে এসেছেন জাপান-আমেরিকা থেকে শুরু করে নেপাল-ভুটান পর্যন্ত।জানা গেছে, চলতি মাসের শেষে সার্ক সম্মেলনে যোগ দিতে ফের নেপাল যাচ্ছেন মোদি। এছাড়া সামনে রয়েছে তার লম্বা সফরসূচি। ওই সফরে মিয়ানমার, অস্ট্রেলিয়া ও ফিজি ভ্রমণ করবেন মোদি।
তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। শনিবার গোয়ার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। অন্য যারা নতুন মন্ত্রীর তালিকায় রয়েছেন তারা হলেন- বিহারের সাবেক মন্ত্রী গিরিজা সিং, লালুর দল থেকে বিজেপিতে আসা রামকিরপাল যাদব, বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভি প্রমুখ। অলিম্পিকে রুপা জেতা রাজস্থানের রাজ্যবর্ধন রাঠোর রয়েছেন মন্ত্রীর তালিকায়। রাজস্থান থেকে বিজেপির ২৫টি আসনেই জয় পেয়েছে গত নির্বাচনে। এ রাজ্য থেকে অন্তত একজনকে মন্ত্রী করার সম্ভাবনা প্রবল। শিবসেনা এবং তেলুগু দেশম পার্টি আরও মন্ত্রী পদ পাওয়ার আশা করছে।বিদেশ সফরে নতুন রেকর্ড গড়ার পথে মোদি!দিল্লির মসনদে বসার ছয় মাসের মধ্যেই বিদেশ সফরেও রেকর্ড গড়তে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে এর আগে এত কম সময়ে কেউ তার মতো এতবার বিদেশ ভ্রমণ করেননি। মাত্র ছয় মাসের ব্যবধানে ইতিমধ্যেই বেশ কটি বিদেশ সফর সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি। টানা সফরসূচিতে তিনি ঘুরে এসেছেন জাপান-আমেরিকা থেকে শুরু করে নেপাল-ভুটান পর্যন্ত।জানা গেছে, চলতি মাসের শেষে সার্ক সম্মেলনে যোগ দিতে ফের নেপাল যাচ্ছেন মোদি। এছাড়া সামনে রয়েছে তার লম্বা সফরসূচি। ওই সফরে মিয়ানমার, অস্ট্রেলিয়া ও ফিজি ভ্রমণ করবেন মোদি।
No comments