হাইয়ানের ক্ষতি কাটাতে ৫ বছর লাগবে
গত বছর ৮ নভেম্বর ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় হাইয়ান। ঝড়ের আঘাতে প্রাণ হারায় ছয় হাজারের বেশি মানুষ। আর গৃহহীন হয় ৪০ লাখের বেশি মানুষ। হাইয়ান আঘাত হানার এক বছর পার হলেও এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ শরণার্থী শিবিরে বাস করছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে পাঁচ বছর সময় লাগবে বলেও জানিয়েছে দাতব্য সংস্থা। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অপারেশ ডিরেক্টর জেনিফার ম্যাককান বলেন, ‘এটাই বিশ্বের অবস্থা।
এটাই ফিলিপিন্সের বাস্তবতা।’ দুর্গতদের জন্য ফিলিপিন্স সরকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থার ত্রাণ সহায়তা কার্যক্রম ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো কার্যক্রম গ্রহণ করেনি। যার ফলে হাইয়ান বিধ্বস্ত এলাকায় ২৫ লাখ মানুষ এখনও তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। অন্তত এক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় এলাকায় বাস করছে। তাদের বেশিরভাগই বাস করছে পলিথিন দিয়ে বানানো অস্থায়ী বাড়িতে। গত এপ্রিলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) করা এক জরিপে দেখা গেছে, হাইয়ানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশের মধ্যে একটি হচ্ছে সামার। ৬৩৪ আশ্রয় কেন্দ্রের মধ্যে মাত্র ৮ শতাংশ অক্ষত অবস্থায় রয়েছে। এক চতুর্থাংশ কেন্দ্র সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০০টি কেন্দ্রের বড় ধরনের সংস্কার করা প্রয়োজন।
No comments