টঙ্গীতে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা
টঙ্গীর বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় শনিবার দিনের বেলায় ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সালমা বেগম (২৮)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়দেবপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ইয়াসিন আলী জানান, শনিবার বেলা ১২টার দিকে একদল দুর্বৃত্ত সালমাকে নিজঘরে তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় টঙ্গী থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্বামী মো. ওমর আলী র্যাব-৪ এ নায়েক পদে কর্মরত আছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।f
No comments