আওয়ামী লীগের শাখা অফিস ডিএমপি: রিজভী
পুলিশ সম্পর্কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করতে পারে- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)র এ আশঙ্কার সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আওয়ামী লীগের শাখা অফিস হিসেবে কাজ করছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ। এখানকার কর্মকতারা আওয়ামী লীগের লোক হিসেবে কাজ করছে।” রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেছেন, “আইনশৃঙ্খলা বাহিনী এখন অবৈধ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। এজন্যই বিরোধী দলের সভা সমাবেশ দেখলেই বন্দুকের নল তাক করে থাকে। সরকারের প্রত্যক্ষ মদদে তারা একের পর এক ন্যায় ও বিবেকবর্জিত কাজ করে যাচ্ছে। রাজধানীসহ সারা দেশে বিএনপির বিক্ষোভে পুলিশ হামলা করেছে অভিযোগ করে তিনি এর নিন্দা জানান।
No comments