ছোট খবর

হিটলারের চিত্রকর্ম
আগামী ২২ নভেম্বর জার্মানির নুরেমবার্গ শহরে চিত্রকর্ম নিলামের আয়োজন করা হয়েছে। প্রথম দেখায় নিলামে ওঠা অন্যসব সাধারণ পেইন্টিংয়ের মতোই এই ছবিটিরও কোনো বিশেষত্ব চোখে পড়বে না। সাধারণই মনে হবে। কিন্তু একটু পর্যবেক্ষণ করলে যে কেউই চমকে উঠতে পারেন। কারণ জলরঙে আঁকা মিউনিখের ‘ওল্ড টাউন হল’ চিত্রকর্মটি সাধারণের চেয়ে একটু বেশি কিছুই।
ইসলামাবাদ
নতুন গোয়েন্দা প্রধান
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স’র (আইএসআই) নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার। শুক্রবার এই দায়িত্বগ্রহণের মাধ্যমে তিনি পাকিস্তান সেনবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ‘জেনারেল আখতার আইএসআই’র পরবর্তী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।’ ডন
নিউইয়র্ক
বিচার বিভাগের প্রধান লিঞ্চ
নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটর লরেট্টা লিঞ্চকে (৫৫) নয়া এটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সাবেক এটর্নি জেনারেল ইরিক হোল্ডারের স্থলাভিষিক্ত হবেন। ওবামার এই মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে। সিনেট অনুমোদন পেলে প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রধান হবেন তিনি। টেলিগ্রাফ
বার্লিন
২৫ বছর পূর্তি
জার্মানি ঐতিহাসিক বার্লিন প্রাচীর পতনের ২৫ বর্ষপূর্তি উদযাপন শুরু করেছে। ১৯৮৯ সালের ৯ নভেম্বর ইউরোপের শীতল যুদ্ধের আনন্দজনক অবসান উপলক্ষে রোববার এক বিশাল অনুষ্ঠানের আগে পূর্ব জার্মানির নিপীড়নমূলক শাসন থেকে পালাতে গিয়ে নিহতদের স্মরণে তিন দিনব্যাপী এক অনুষ্ঠান চলছে। পূর্ব জার্মানিতে বেড়ে ওঠা বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন।

No comments

Powered by Blogger.