রাশিয়ায় পারমাণবিক হামলা চেয়েছিলেন চার্চিল
স্নায়ুযুদ্ধে জয়ী হবার লক্ষ্যে রাশিয়ায় (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) পারমাণবিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিলেন বৃটিশ নেতা উইন্সটন চার্চিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে বোঝাতে অনুরোধ করেছিলেন সিনেটর স্টাইলস ব্রিজেসকে। চার্চিলের বিশ্বাস ছিল পশ্চিমা বিশ্বে কম্যুনিজমের বিস্তার রোধে জোসেফ স্টালিনের রাশিয়ায় আগে থেকে হামলা করাটাই একমাত্র উপায়। সম্প্রতি এফবিআইয়ের এক গোপন নথি প্রকাশ হবার পর এ তথ্য সামনে এসেছে। এ খবর দিয়েছে ডেইলি মেইল। এফবিআই এজেন্টের লেখা একটি চিরকুটে বলা হয়েছে, চার্চিল ১৯৪৭ সালে ডানপন্থী রিপাবলিকান নেতা সিনেটর স্টাইলস ব্রিজেসকে অনুরোধ করেছিলেন তিনি যেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে পারমাণবিক হামলা চালানোর জন্য বোঝাতে চেষ্টা করেন। সে সময় পারমাণবিক হামলা মোকাবেলা করার মতো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না রাশিয়ার। তারা ১৯৪৯ সালে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। উল্লেখ্য, ১৯৪৫ সালে বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে চার্চিল পদ হারানোর আগ পর্যন্ত ২য় বিশ্বযুদ্ধে বৃটেন ও সোভিয়েত ইউনিয়ন মিত্র ছিল। ওই চিরকুটে আরও বলা হয়, চার্চিল বলেছেন যদি বোমা হামলায় ক্রেমলিনকে নিশ্চিহ্ন করা যায় তাহলে রাশিয়াকে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়ে যাবে। চার্চিল সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, রাশিয়ার ওপর হামলা চালানো না হলে আগামী দু’তিন বছরের মধ্যে যখন তারা পারমাণবিক বোমার মালিক হবে তখন তারা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে। এফবিআই এজেন্টের লেখা ওই ঘটনাপ্রবাহের দলিল প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে পুরস্কারজয়ী অনুসন্ধানী সাংবাদিক থমাস মাইয়ারের বইয়ে। ‘হোয়েন লায়োনস রোর: দ্য চার্চিলস এন্ড দ্য কেনেডিস’ শীর্ষক ওই বইটি আগামী মাসে বৃটেন থেকে প্রকাশ হবার কথা রয়েছে।
No comments