কোকাকোলার প্রস্তুত প্রণালি ফাঁসের খবর নাকচ
বিশ্বজুড়ে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলার প্রস্তুতপ্রণালি ফাঁস হওয়ার খবর নাকচ করে দিয়েছে কোকাকোলা কর্তৃপক্ষ।
কোকাকোলার মুখপাত্র কেরি ট্রেসলার বলেন, ‘আমাদের ব্যবসার সবচেয়ে গোপন বিষয় হলো কোকাকোলার প্রস্তুতপ্রণালি। এটা নিয়ে আমরা কখনোই সামনে আসব না।’ তিনি বলেন, কোকাকোলার প্রস্তুতপ্রণালি নিয়ে গণমাধ্যমের আগ্রহ রয়েছে। বিশ্বজুড়ে জনগণও বিষয়টি জানতে চায়। কিন্তু আসলেতা ফাঁস হয়নি।
ট্রেসলার জানান, প্রস্তুতপ্রণালি ফাঁস হওয়া নিয়ে খবর প্রসঙ্গে কোকাকোলার জনসংযোগ বিভাগ কাজ করছে। ট্রেসলার নিশ্চিত করেন, প্রস্তুতপ্রণালি লিপিবদ্ধ করা কাগজপত্র ব্যাংকের ভল্টে নিরাপদে রক্ষিত আছে। তিনি বলেন, ‘প্রস্তুতপ্রণালি ফাঁস হওয়ার খবরে বলা হয়েছে, মাত্র দুজন লোক কোকাকোলার প্রস্তুতপ্রণালি জানেন। এই তথ্য অতিরঞ্জিত। আমরাও জানি না ঠিক কতজন ব্যক্তির ওই প্রস্তুতপ্রণালি জানা আছে। তবে তেমন ব্যক্তির সংখ্যা খুব কম।’
উল্লেখ্য, Thisamericanlife.org নামের একটি ওয়েবসাইট দাবি করে একটি পত্রিকায় তারা কোকাকোলা তৈরির বিভিন্ন উপকরণের তালিকা পেয়েছে। এতে ওই পানীয় তৈরির সব উপাদানের সঠিক পরিমাণ রয়েছে।
কোকাকোলার মুখপাত্র কেরি ট্রেসলার বলেন, ‘আমাদের ব্যবসার সবচেয়ে গোপন বিষয় হলো কোকাকোলার প্রস্তুতপ্রণালি। এটা নিয়ে আমরা কখনোই সামনে আসব না।’ তিনি বলেন, কোকাকোলার প্রস্তুতপ্রণালি নিয়ে গণমাধ্যমের আগ্রহ রয়েছে। বিশ্বজুড়ে জনগণও বিষয়টি জানতে চায়। কিন্তু আসলেতা ফাঁস হয়নি।
ট্রেসলার জানান, প্রস্তুতপ্রণালি ফাঁস হওয়া নিয়ে খবর প্রসঙ্গে কোকাকোলার জনসংযোগ বিভাগ কাজ করছে। ট্রেসলার নিশ্চিত করেন, প্রস্তুতপ্রণালি লিপিবদ্ধ করা কাগজপত্র ব্যাংকের ভল্টে নিরাপদে রক্ষিত আছে। তিনি বলেন, ‘প্রস্তুতপ্রণালি ফাঁস হওয়ার খবরে বলা হয়েছে, মাত্র দুজন লোক কোকাকোলার প্রস্তুতপ্রণালি জানেন। এই তথ্য অতিরঞ্জিত। আমরাও জানি না ঠিক কতজন ব্যক্তির ওই প্রস্তুতপ্রণালি জানা আছে। তবে তেমন ব্যক্তির সংখ্যা খুব কম।’
উল্লেখ্য, Thisamericanlife.org নামের একটি ওয়েবসাইট দাবি করে একটি পত্রিকায় তারা কোকাকোলা তৈরির বিভিন্ন উপকরণের তালিকা পেয়েছে। এতে ওই পানীয় তৈরির সব উপাদানের সঠিক পরিমাণ রয়েছে।
No comments