চাচি সোনিয়াকে বিয়ের দাওয়াত দিলেন বরুণ
সব বিভেদ ও মতপার্থক্য ভুলে চাচি সোনিয়া গান্ধীকে নিজের বিয়ের দাওয়াত দিলেন বরুণ গান্ধী। আগামী ৬ মার্চ বারানসিতে বাঙালি মেয়ে যামিনী রায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন উত্তর প্রদেশের পিলিভিট থেকে নির্বাচিত বিজেপির এই সাংসদ।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার নয়াদিল্লির ১০ জনপথ রোডে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন বরুণ (৩০)। এ সময় তিনি চাচির সঙ্গে এক ঘণ্টা সময় কাটান এবং তাঁকে বিয়ের দাওয়াত দেন।
বিয়েতে কনে যামিনী রায় বরুণের দাদি ইন্দিরা গান্ধীর রেখে যাওয়া সোনার কারুকাজ করা একটি বেনারসি শাড়ি পরবেন। বরুণ পরবেন ধূতি ও কোর্তা।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার নয়াদিল্লির ১০ জনপথ রোডে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন বরুণ (৩০)। এ সময় তিনি চাচির সঙ্গে এক ঘণ্টা সময় কাটান এবং তাঁকে বিয়ের দাওয়াত দেন।
বিয়েতে কনে যামিনী রায় বরুণের দাদি ইন্দিরা গান্ধীর রেখে যাওয়া সোনার কারুকাজ করা একটি বেনারসি শাড়ি পরবেন। বরুণ পরবেন ধূতি ও কোর্তা।
No comments