কলকাতায় সমাবেশ থেকে বিজেপির প্রচারাভিযান শুরু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তরফে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিজেপির এক বিরাট সমাবেশ থেকে এ নির্বাচনী প্রচার শুরু হয়। সমাবেশে বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দেয়।
বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ভাষণ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন গডকড়ি, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, অরুণ জেটলি, রাজনাথ সিং এবং ছত্তিশগড়, ঝাড়খন্ড, উত্তরাখন্ড ও কর্ণাটকের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী।
বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ভাষণ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন গডকড়ি, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, অরুণ জেটলি, রাজনাথ সিং এবং ছত্তিশগড়, ঝাড়খন্ড, উত্তরাখন্ড ও কর্ণাটকের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী।
No comments