সিএসইতেও লেনদেন উর্ধ্বমুখী
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে সাধারণ সূচক বাড়তে থাকে। এর কিছু সময় পর আবার কমতে থাকে। পরে আবার বাড়তে থাকে সিএসইর সাধারণ সূচক। একইসঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।
আজ সিএসইতে দুপুর একটা ৩০মিনিটের দিকে সাধারণ সূচক ৭৬.৩৮ পয়েন্ট বেড়ে মোট ১০৪৯৩.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৫টির, কমেছে ৩১টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন ৬৮ কোটি ৫৮ লাখ।
গতকাল সোমবার সিএসইতে দিনশেষে সূচক এক হাজার ৩০০ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৬ হাজার ১১২ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়ায় । গতকাল ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এরমধ্যে দাম বাড়ে একটির এবং কমে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার। স্টক এক্সচেঞ্জটিতে ৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আজ সিএসইতে দুপুর একটা ৩০মিনিটের দিকে সাধারণ সূচক ৭৬.৩৮ পয়েন্ট বেড়ে মোট ১০৪৯৩.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৫টির, কমেছে ৩১টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন ৬৮ কোটি ৫৮ লাখ।
গতকাল সোমবার সিএসইতে দিনশেষে সূচক এক হাজার ৩০০ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৬ হাজার ১১২ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়ায় । গতকাল ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এরমধ্যে দাম বাড়ে একটির এবং কমে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার। স্টক এক্সচেঞ্জটিতে ৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
No comments