ম্যাককালামের চাওয়া
আগে যেমনই হোক, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিউজিল্যান্ড। আজ ভারতের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। চিন্নাস্বামীর এই ম্যাচ এবং মূল মঞ্চে দলের ফল যা-ই হোক, বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছেড়ে দেবেন ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি) ভেট্টোরির উত্তরসূরি হিসেবে ভাবতে শুরু করেছিল রস টেলরকে। কিন্তু এনজেডসির প্রধান নির্বাহী জাস্টিন ভন কদিন আগে জানিয়েছেন, টেলরের বিষয়টি নিশ্চিত নয়। বোর্ড প্রধানের ওই ইঙ্গিতেই কিনা আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন এক সময়ের সহ-অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কাল চেন্নাইয়ের অনুশীলনে বলেই ফেললেন, ‘নিউজিল্যান্ডের অধিনায়ক হতে চাই আমি। ওই সুযোগটা পেতে চাই।’ এটা ভবিষ্যৎ-আকাঙ্ক্ষা। ম্যাককালামের বর্তমান আকাঙ্ক্ষা বিশ্বকাপে বেশি বেশি রান এবং ক্যাচ ধরে দলকে এগিয়ে নেওয়া।
No comments