ওডিশায় এক জেলা প্রশাসককে অপহরণ করেছে মাওবাদীরা
ভারতের ওডিশা রাজ্যের মালকানগিরির জেলা প্রশাসক আর ভি কৃষ্ণকে অপহরণ করেছে মাওবাদীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ভি কৃষ্ণ মোটরসাইকেলে দুই প্রকৌশলীসহ তিনজনকে নিয়ে একটি কালভার্ট পরিদর্শন করতে যান। ফেরার পথে জেলার চিত্রগোডা এলাকায় পৌঁছালে মাওবাদীরা তাঁদের অপহরণ করে। পরে ভি কৃষ্ণ বাদে বাকি তিনজনকে একটি চিঠি দিয়ে ছেড়ে দেওয়া হয়। চিঠিতে মাওবাদীরা অবিলম্বে তাঁদের বিরুদ্ধে চালানো যৌথ বাহিনীর অভিযান বন্ধ এবং কারাগারে বন্দী সব মাওবাদীকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এ জন্য তারা কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেছেন, ভি কৃষ্ণকে উদ্ধারের সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ভি কৃষ্ণ মোটরসাইকেলে দুই প্রকৌশলীসহ তিনজনকে নিয়ে একটি কালভার্ট পরিদর্শন করতে যান। ফেরার পথে জেলার চিত্রগোডা এলাকায় পৌঁছালে মাওবাদীরা তাঁদের অপহরণ করে। পরে ভি কৃষ্ণ বাদে বাকি তিনজনকে একটি চিঠি দিয়ে ছেড়ে দেওয়া হয়। চিঠিতে মাওবাদীরা অবিলম্বে তাঁদের বিরুদ্ধে চালানো যৌথ বাহিনীর অভিযান বন্ধ এবং কারাগারে বন্দী সব মাওবাদীকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এ জন্য তারা কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেছেন, ভি কৃষ্ণকে উদ্ধারের সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
No comments