মুম্বাই পুলিশকে চালকবিহীন বিমান দেওয়া হচ্ছে
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে মুম্বাই পুলিশকে ২৪টি চালকবিহীন বিমান দেওয়া হচ্ছে।
মুম্বাই মিরর পত্রিকায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়, পুলিশ বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার তালিকায় এই বিমানের কথা উল্লেখ করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। তবে খবরে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
খবরে বলা হয়, ১১০ কোটি রুপির এই সরঞ্জাম কেনার কর্মসূচির আওতায় উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাসল্ট রাইফেল, বুলেট প্রুফ পোশাক, মালপত্র স্ক্যানার ও বোমা শনাক্তকরণ যন্ত্রও কেনা হবে।
দায়িত্ব পালনকালে মুম্বাই পুলিশের অনেক কর্মকর্তাকে এখনো শুধু বাঁশের লাঠির ওপর ভরসা করতে হয়। তাঁদের নেই কোনো রেডিও যোগাযোগ ব্যবস্থা কিংবা নিজেদের রক্ষার জন্য বর্ম-আচ্ছাদিত পোশাক।
মুম্বাই মিরর পত্রিকা জানায়, ভারতের মধ্যে এই শহরের পুলিশই সর্বপ্রথম চালকবিহীন বিমান পাচ্ছে।
২০০৮ সালে সন্ত্রাসী হামলার সময় তাদের মোকাবিলা করতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মুম্বাই পুলিশ ব্যাপক সমালোচিত হয়। ওই সন্ত্রাসী ঘটনায় নয় হামলাকারীসহ ১৭৫ জন নিহত হয়।
মুম্বাই মিরর পত্রিকায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়, পুলিশ বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার তালিকায় এই বিমানের কথা উল্লেখ করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। তবে খবরে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
খবরে বলা হয়, ১১০ কোটি রুপির এই সরঞ্জাম কেনার কর্মসূচির আওতায় উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাসল্ট রাইফেল, বুলেট প্রুফ পোশাক, মালপত্র স্ক্যানার ও বোমা শনাক্তকরণ যন্ত্রও কেনা হবে।
দায়িত্ব পালনকালে মুম্বাই পুলিশের অনেক কর্মকর্তাকে এখনো শুধু বাঁশের লাঠির ওপর ভরসা করতে হয়। তাঁদের নেই কোনো রেডিও যোগাযোগ ব্যবস্থা কিংবা নিজেদের রক্ষার জন্য বর্ম-আচ্ছাদিত পোশাক।
মুম্বাই মিরর পত্রিকা জানায়, ভারতের মধ্যে এই শহরের পুলিশই সর্বপ্রথম চালকবিহীন বিমান পাচ্ছে।
২০০৮ সালে সন্ত্রাসী হামলার সময় তাদের মোকাবিলা করতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মুম্বাই পুলিশ ব্যাপক সমালোচিত হয়। ওই সন্ত্রাসী ঘটনায় নয় হামলাকারীসহ ১৭৫ জন নিহত হয়।
No comments