মরগানের সুসংবাদ
টুইটারে মরগানের দেওয়া বার্তা কি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে অস্বস্তিতে ফেলল? নাকি নতুন করে আশাবাদী হওয়ার সুযোগ করে দিল? চোটের কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন। মরগানের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ করে গত সপ্তাহে তাঁর বদলি হিসেবে রবি বোপারাকে দলেও নিয়েছে ইংল্যান্ড বোর্ড। কিন্তু মরগানের প্রত্যাশা, আগেই সুস্থ হয়ে উঠবেন, দারুণ সুযোগ আছে তাঁর বিশ্বকাপের শেষ দিকের ম্যাচগুলোতে খেলারও! তবে কি আইরিশ ব্যাটসম্যানের চোট ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি? মরগানের টুইটার বার্তার অর্থ তেমনই, ‘এই সকালে কিছু সুসংবাদ। কোনো অপারেশনের দরকার নেই। অনেকটাই সুস্থ। প্রত্যাশার আগেই ফিরতে পারব।’ টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কেউ চোটের কারণে ছিটকে পড়লেই কেবল খেলোয়াড় বদলানো যায়। মরগানের স্বপ্ন কি পূরণ হবে?
No comments