আবারও বাটের বিরুদ্ধে তদন্ত
স্পট ফিক্সিং বিতর্কের অবসান ঘটেছে। তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সালমান বাটকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে থেমে নেই পাকিস্তানের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে তদন্ত। এবারেরটা অবশ্য ফিক্সিং নিয়ে নয়, নিষিদ্ধ হওয়ার পর বাট একটি টেলিভিশনের সঙ্গে বিশ্লেষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে যে খবর বেরিয়েছে, আইসিসির সর্বশেষ তদন্ত সেটি নিয়েই।
আইসিসির নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, ভবিষ্যতে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ না করলে বাটের পাঁচ বছরের শাস্তি বিবেচনা করা হতে পারে। এর কয়েক দিন পরই খবর বেরোয়, বিশ্বকাপে পাকিস্তানের স্থানীয় টেলিভিশন ‘চ্যানেল ৫’ এর স্টুডিওতে বিশ্লেষক হিসেবে থাকবেন বাট। এই চুক্তির মাধ্যমে বাট আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখছে আইসিসি।
‘এই নিয়োগে আমরা সন্তুষ্ট নই। এর মাধ্যমে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাইকেল বেলফকে লিখিতভাবে জানিয়েছি আমরা’—বলেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।
আইসিসির নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, ভবিষ্যতে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ না করলে বাটের পাঁচ বছরের শাস্তি বিবেচনা করা হতে পারে। এর কয়েক দিন পরই খবর বেরোয়, বিশ্বকাপে পাকিস্তানের স্থানীয় টেলিভিশন ‘চ্যানেল ৫’ এর স্টুডিওতে বিশ্লেষক হিসেবে থাকবেন বাট। এই চুক্তির মাধ্যমে বাট আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখছে আইসিসি।
‘এই নিয়োগে আমরা সন্তুষ্ট নই। এর মাধ্যমে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মাইকেল বেলফকে লিখিতভাবে জানিয়েছি আমরা’—বলেছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।
No comments