দালাই লামার ভাইপো যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার এক ভাইপো গত সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত হয়েছেন। তাঁর নাম জিগমে নরবু। বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দালাই লামার প্রয়াত ভাই তাকসার রিনপোচের ছেলে।
তিব্বতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি পদযাত্রায় অংশ নেওয়ার সময় খেলাধুলার সরঞ্জাম বহনকারী একটি গাড়ির ধাক্কায় নরবু নিহত হন।
কর্মকর্তারা জানান, ফ্লোরিডার সেন্ট অগাস্টিন থেকে ওয়েস্ট পাম বিচ পর্যন্ত ৩০০ মাইল দূরত্ব হাঁটার উদ্যোগ নিয়েছিলেন নরবু। এর আগেও তিনি কয়েকবার এ ধরনের কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় অলাভজনক বার্তা সংস্থা ফ্লাগলারলিভ ডটকমের সম্পাদক পিয়ার ট্রিসটাম জানান, সেন্ট অগাস্টিনের ২৫ মাইল দক্ষিণে হোয়াইট লাইনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নরবু সেখান থেকে পদযাত্রা শুরু করেছিলেন।
টহল পুলিশ জানায়, গাড়িটি পাম উপকূলের ৩১ বছরের চালক কিথ ওডেল চালাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে দুই শিশুসন্তান গাড়িতে ছিল।
তিব্বতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি পদযাত্রায় অংশ নেওয়ার সময় খেলাধুলার সরঞ্জাম বহনকারী একটি গাড়ির ধাক্কায় নরবু নিহত হন।
কর্মকর্তারা জানান, ফ্লোরিডার সেন্ট অগাস্টিন থেকে ওয়েস্ট পাম বিচ পর্যন্ত ৩০০ মাইল দূরত্ব হাঁটার উদ্যোগ নিয়েছিলেন নরবু। এর আগেও তিনি কয়েকবার এ ধরনের কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় অলাভজনক বার্তা সংস্থা ফ্লাগলারলিভ ডটকমের সম্পাদক পিয়ার ট্রিসটাম জানান, সেন্ট অগাস্টিনের ২৫ মাইল দক্ষিণে হোয়াইট লাইনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নরবু সেখান থেকে পদযাত্রা শুরু করেছিলেন।
টহল পুলিশ জানায়, গাড়িটি পাম উপকূলের ৩১ বছরের চালক কিথ ওডেল চালাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে দুই শিশুসন্তান গাড়িতে ছিল।
No comments