উড়ছে না দেশের পতাকা
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ ছিল না। তবুও ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের পতাকায় ছেয়ে গিয়েছিল কুমিল্লার আকাশ। প্রতিটি ভবনের ছাদের ওপর ছিল বিভিন্ন আকৃতির পতাকা। ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার চান্দলা গ্রামের এক কিশোর বৈদ্যুতিক শর্টসার্কিটে মারাও গিয়েছিল। আবার কোথাও পতাকা কে কত বড় টানাতে পারবে, তা নিয়ে হয়েছে প্রতিযোগিতা। নানা অঘটনও ঘটেছিল। অথচ ক্রিকেট বিশ্বকাপে এসবের বালাই নেই। কুমিল্লার আকাশে পতপত করে উড়ছে না লাল-সবুজের পতাকা। বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে। বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। এ দেশের মাটিতেই হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। অথচ কোনো ভবনেই নেই বাংলাদেশের পতাকা। ব্যাংকের সামনে টিকিট নিয়ে মাতামাতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় হচ্ছে সালতামামি আর স্টেডিয়ামজুড়ে বিভিন্ন বাহিনীর মহড়া থাকলেও দর্শকদের মধ্যে পতাকা টানানো নিয়ে নেই কোনো প্রতিযোগিতা। কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে ওই দৃশ্য দেখা গেছে।
শহরের কান্দিরপাড়ের দর্জি আনোয়ার হোসেন, মনোহরপুর এলাকার দর্জি ফিরোজ মিয়া জানান, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি পতাকাও বানাতে আসেনি কেউ। অথচ বিশ্বকাপ ফুটবলের সময় পতাকা বানিয়ে শেষ করতে পারতাম না। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে পতাকা নিয়ে কাড়াকাড়ি হতো।
শহরের কান্দিরপাড়ের দর্জি আনোয়ার হোসেন, মনোহরপুর এলাকার দর্জি ফিরোজ মিয়া জানান, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি পতাকাও বানাতে আসেনি কেউ। অথচ বিশ্বকাপ ফুটবলের সময় পতাকা বানিয়ে শেষ করতে পারতাম না। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে পতাকা নিয়ে কাড়াকাড়ি হতো।
No comments