সু চির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র গত বুধবার উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সু চি ও তাঁর দলকে হুঁশিয়ারি দেওয়ার পর দেশটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, কর্তৃপক্ষের কর্তব্য হচ্ছে সু চির নিরাপত্তা বিধান করা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের বলেন, ‘আমরা সু চির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, সু চির নিরাপত্তা নিশ্চিত করা মিয়ানমার ও দেশটির সব নাগরিকের মৌলিক দায়িত্ব।
সম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমারের ওপর পশ্চিমা অবরোধসহ অন্যান্য বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে সু চি ও তাঁর দলকে ‘করুণ পরিণতি ভোগ করতে হবে’ বলে হুঁশিয়ার করে দিয়েছে।
গত শনিবার এক অনুষ্ঠানে সু চি বলেন, মিয়ানমারের ওপর আরোপিত অবরোধ এই মুহূর্তে তুলে নেওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। এ ছাড়া এই অবরোধ দেশের অর্থনীতির ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। তাঁর এই মন্তব্যের পরদিনই রাষ্ট্রীয় গণমাধ্যমে ওই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সাত বছরের গৃহবন্দিত্ব থেকে গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার পর থেকে গণমাধ্যম এই প্রথম সু চিকে হুমকি দিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি সাংবাদিকদের বলেন, ‘আমরা সু চির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, সু চির নিরাপত্তা নিশ্চিত করা মিয়ানমার ও দেশটির সব নাগরিকের মৌলিক দায়িত্ব।
সম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমারের ওপর পশ্চিমা অবরোধসহ অন্যান্য বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে সু চি ও তাঁর দলকে ‘করুণ পরিণতি ভোগ করতে হবে’ বলে হুঁশিয়ার করে দিয়েছে।
গত শনিবার এক অনুষ্ঠানে সু চি বলেন, মিয়ানমারের ওপর আরোপিত অবরোধ এই মুহূর্তে তুলে নেওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। এ ছাড়া এই অবরোধ দেশের অর্থনীতির ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। তাঁর এই মন্তব্যের পরদিনই রাষ্ট্রীয় গণমাধ্যমে ওই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সাত বছরের গৃহবন্দিত্ব থেকে গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার পর থেকে গণমাধ্যম এই প্রথম সু চিকে হুমকি দিল।
No comments