বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী মিরান্ডা
অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কের এবার বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর খেতাব পেয়েছেন। সেই হিসেবে বলা যায়, হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমকে পৃথিবীর সৌভাগ্যবানদের একজন বলতেই হবে। কারণ তিনি এখন রাত্রিযাপন করছেন বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর সাথে।
হ্যাঁ, তার ২৮ বছরের স্ত্রী এক সন্তানের জননী এই সুপার মডেল মিরান্ডাকে এবার বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী নারীর খেতাবে ভূষিত করা হয়েছে।
বিখ্যাত মেন’স ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ম্যাগাজিনটি যৌন আবেদময়ী ১০০ জন নারীর তালিকা তৈরি করেছে। এদের মধ্যে মিরান্ডা কে বিশ্বের নামী-দামী মডেল, অভিনেত্রী, খবর পাঠিকা, অ্যাথলেট, টিভি তারকা, পপস্টার ও অভিজাত নারীদের পেছনে ফেলে সেরা হয়েছেন।
এই ১০০ জনের শেষজন হিসেবে তালিকায় ঠাঁই করে নিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
২৮ বছর বয়সী এই মডেলের একটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামীর নামর নাম ওরল্যান্ডো ব্লোম। ম্যাগাজিনটিতে মিরান্ডা ১৫ মাস বয়সী ছেলে সন্তানকে নিয়ে ছবির পোজ দিয়েছেন। আর এটি খুব প্রশংসিত হয়েছে।
তবে প্রকাশিত ছবি নিয়ে মিরান্ডা বলেন, ‘এই ছবির পোজ দিতে গিয়ে ছেলেকে জাপটে ধরতে হয়েছে। আর এতে নিজেকে গেছো মেয়ের মতো মনে হয়েছে। তবে আমি বিশ্বাস করি ছবিটি সবার কাছে ভাল লাগবে।’
তিনি বলেন, ‘আমি প্রকৃত পক্ষে একজন গেছো মেয়েই। আমার ছোটবেলা কেটেছে দাদার খামারবাড়িতে। সেখানে মাত্র ছয় বছর বয়সে মোটর বাইকে চড়া শিখেছি।’
‘আমি সেখানকার গাছগুলোতে উঠেছি, শৃগালের পেছনে ছুটেছি। এমন শৈশব ওই খামারবাড়িতে কাটাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’- যোগ করেন মিরান্ডা।
তিনি জানান, ‘আমি এখনো সত্যিকারভাবেই সেই পাহাড়ে-পাহাড়ে, সমুদ্রের পাড়ে ও নির্জন গ্রামের ভিতর ঘুরে বেড়ানোকে খুব মিস করি।’
‘আমি এখনো গাছে উঠতে খুব পছন্দ করি। হ্যাঁ, মজা করলাম! তবে এখন আমার আর সেই বয়স নেই। কিন্তু উঠতে পারলে ভাল লাগতো।’- যোগ করেন মিরান্ডা কের।
সেরা যৌন আবেদনময়ী অনুসন্ধান দলের ম্যারি ব্লাক বলেন, ‘মিরান্ডা তার আপন মহিমায় এই গৌরব অর্জন করেছেন।’
তিনি বলেন, ‘মিরান্ডা যুবক-বৃদ্ধ সব শ্রেণীর মানুষের কাছে অসাধারণ এবং অনুকরণীয় মডেল। এক কথায় অলরাউন্ডার, প্রকৃতির সৃষ্ট নারী। যে কেউই তাকে কাছে পেতে চাইবে।’
ব্লাক আরো বলেন, ‘বাহ্যিক সৌন্দর্য্য দিয়ে মিরান্ডা সেরা তিনে অবস্থান করে নেন ঠিকই। তবে ভেতরে সৌন্দর্য্যটাই তাকে সেরা বানিয়েছে। বাকি দুজনও এই আসনে এলে অবাক হওয়ার কিছু ছিল না। কারণ তারা তিনজনই সবার পছন্দের।’
১০০ জনের এই তালিকার সেরা ১০ জনে আরো আছেন যথাক্রমে- জেনিফার হাওকিনস, ডেলটা গুডরিম, এরিন ম্যাকনাইট, রুবি রোজ, রিকি-লি কালটার, সোফি মন্কো, জেসিকা গোমেজ, লরেন ঈগল ও ইভানি স্ট্রাভোস্কি।
ম্যাগাজিনটি যৌন আবেদময়ী ১০০ জন নারীর তালিকা তৈরি করেছে। এদের মধ্যে মিরান্ডা কে বিশ্বের নামী-দামী মডেল, অভিনেত্রী, খবর পাঠিকা, অ্যাথলেট, টিভি তারকা, পপস্টার ও অভিজাত নারীদের পেছনে ফেলে সেরা হয়েছেন।
এই ১০০ জনের শেষজন হিসেবে তালিকায় ঠাঁই করে নিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
২৮ বছর বয়সী এই মডেলের একটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামীর নামর নাম ওরল্যান্ডো ব্লোম। ম্যাগাজিনটিতে মিরান্ডা ১৫ মাস বয়সী ছেলে সন্তানকে নিয়ে ছবির পোজ দিয়েছেন। আর এটি খুব প্রশংসিত হয়েছে।
তবে প্রকাশিত ছবি নিয়ে মিরান্ডা বলেন, ‘এই ছবির পোজ দিতে গিয়ে ছেলেকে জাপটে ধরতে হয়েছে। আর এতে নিজেকে গেছো মেয়ের মতো মনে হয়েছে। তবে আমি বিশ্বাস করি ছবিটি সবার কাছে ভাল লাগবে।’
তিনি বলেন, ‘আমি প্রকৃত পক্ষে একজন গেছো মেয়েই। আমার ছোটবেলা কেটেছে দাদার খামারবাড়িতে। সেখানে মাত্র ছয় বছর বয়সে মোটর বাইকে চড়া শিখেছি।’
‘আমি সেখানকার গাছগুলোতে উঠেছি, শৃগালের পেছনে ছুটেছি। এমন শৈশব ওই খামারবাড়িতে কাটাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।’- যোগ করেন মিরান্ডা।
তিনি জানান, ‘আমি এখনো সত্যিকারভাবেই সেই পাহাড়ে-পাহাড়ে, সমুদ্রের পাড়ে ও নির্জন গ্রামের ভিতর ঘুরে বেড়ানোকে খুব মিস করি।’
‘আমি এখনো গাছে উঠতে খুব পছন্দ করি। হ্যাঁ, মজা করলাম! তবে এখন আমার আর সেই বয়স নেই। কিন্তু উঠতে পারলে ভাল লাগতো।’- যোগ করেন মিরান্ডা কের।
সেরা যৌন আবেদনময়ী অনুসন্ধান দলের ম্যারি ব্লাক বলেন, ‘মিরান্ডা তার আপন মহিমায় এই গৌরব অর্জন করেছেন।’
তিনি বলেন, ‘মিরান্ডা যুবক-বৃদ্ধ সব শ্রেণীর মানুষের কাছে অসাধারণ এবং অনুকরণীয় মডেল। এক কথায় অলরাউন্ডার, প্রকৃতির সৃষ্ট নারী। যে কেউই তাকে কাছে পেতে চাইবে।’
ব্লাক আরো বলেন, ‘বাহ্যিক সৌন্দর্য্য দিয়ে মিরান্ডা সেরা তিনে অবস্থান করে নেন ঠিকই। তবে ভেতরে সৌন্দর্য্যটাই তাকে সেরা বানিয়েছে। বাকি দুজনও এই আসনে এলে অবাক হওয়ার কিছু ছিল না। কারণ তারা তিনজনই সবার পছন্দের।’
১০০ জনের এই তালিকার সেরা ১০ জনে আরো আছেন যথাক্রমে- জেনিফার হাওকিনস, ডেলটা গুডরিম, এরিন ম্যাকনাইট, রুবি রোজ, রিকি-লি কালটার, সোফি মন্কো, জেসিকা গোমেজ, লরেন ঈগল ও ইভানি স্ট্রাভোস্কি।
No comments