মার ছক্কা by আহমেদ সাব্বির
ক্রিকেট মাঠে উঠল ঝড়
দৃশ্য সে কী ভয়ংকর!
দৃশ্য সে কী ভয়ংকর!
মার ছক্কা ঘুরিয়ে মার
অন সাইডে উড়িয়ে মার
লং অফ দিয়ে ভাসিয়ে মার
বোলারদের শাসিয়ে মার
উইকেটে গা বাঁচিয়ে মার
দর্শকদের নাচিয়ে মার
ডাউন দ্য ট্রাক লাফিয়ে মার
স্টেডিয়াম কাঁপিয়ে মার
ফাটিয়ে মার চুটিয়ে মার
ফিল্ডারদের ছুটিয়ে মার
মারের চোটে লাইনচ্যুত
দে খুলে দে বলের সুতো
হাঁট্টু ভেঙে কাভার শট
প্যাডেল করে আবার শট!
টি-টোয়েন্টির বইছে ঝড়
বিশ্বকাপে রেকর্ড গড়।
ছক্কা চারের তাণ্ডবে
প্রতিপক্ষের প্রাণ ডোবে।
অন সাইডে উড়িয়ে মার
লং অফ দিয়ে ভাসিয়ে মার
বোলারদের শাসিয়ে মার
উইকেটে গা বাঁচিয়ে মার
দর্শকদের নাচিয়ে মার
ডাউন দ্য ট্রাক লাফিয়ে মার
স্টেডিয়াম কাঁপিয়ে মার
ফাটিয়ে মার চুটিয়ে মার
ফিল্ডারদের ছুটিয়ে মার
মারের চোটে লাইনচ্যুত
দে খুলে দে বলের সুতো
হাঁট্টু ভেঙে কাভার শট
প্যাডেল করে আবার শট!
টি-টোয়েন্টির বইছে ঝড়
বিশ্বকাপে রেকর্ড গড়।
ছক্কা চারের তাণ্ডবে
প্রতিপক্ষের প্রাণ ডোবে।
No comments