হ্যালো মিস্টার বিন by শিউল মনজুর

হ্যালো মিস্টার বিন
নাচো দেখি ধিন ধিন।


তোমার হরেক রকম কাণ্ড দেখে
আমরা ভীষণ মজা পাই,
তোমার গাড়িখান জব্বর একখান
ইচ্ছে করে একবার আমি চালাই।

তোমার পুতুলটাও বেশ মজার
ডোন্ট মাইন্ড ব্রাদার।

এই দেশের শিশু-কিশোর
ভক্ত তোমার লক্ষজন,
আসবে নাকি বাংলাদেশে
আমরা আছি আপনজন।

তোমার নামেই আছে
অনেক বেশি ফ্লেভার।
সরি, তুমি কিন্তু
একটুখানি ক্লেভার।

তা ধিন ধিন মিস্টার বিন

No comments

Powered by Blogger.