অভিনন্দন by পবিত্র সরকার

হাত থেকে পড়ে গেলাস ভেঙেছে,
তাই কি আওয়াজ হলো ঝন্ঝন্?


অভিনন্দন! অভিনন্দন!

মাথা জোরে ঠুকে গেছে চৌকাঠে,
ভীষণ ব্যথায় করে টনটন?

অভিনন্দন! অভিনন্দন!

রাস্তায় খেলে আছাড়, অমনি
পুলিশ এসে কি করে বন্ধন?

অভিনন্দন! অভিনন্দন!

এ খবরে শুনি তোমার শাশুড়ি
করেছেন শুরু মহা ক্রন্দন?

অভিনন্দন! অভিনন্দন!

No comments

Powered by Blogger.