আমার গাঁ by শাহানার রশীদ
আমার গাঁয়ের শ্যামল শোভা মনটা উদাস করে
ইচ্ছে করে সকল সময় থাকি গাঁয়ের ঘরে
ইচ্ছে করে সকল সময় থাকি গাঁয়ের ঘরে
গাঁয়ে আছে জাংলাভরা কুমড়ো ও পুঁইলতা
মিষ্টি বাতাস ছোঁয়ায় আছে সুখের নীরবতা।
পুকুর জলে শাপলা কমল থাকে আঁচল পেতে
সাঁতার কাটে হাঁস-মাছেরা খুনসুটিতে মেতে।
তাল সুপারি আতাগাছের সবুজ পাতার ফাঁকে
টুনটুনি ও বউ কথা কও মধুর সুরে ডাকে
কাঠঠোকরা, কাঠবিড়ালি এডাল ওডাল ছোটে
কাঁচা রোদের আদর মেখে সূর্যমুখী ফোটে।
বাতাবি আর কাঁঠালগাছের নরম কোমল ছায়া
দুপুর রোদের প্রখর তাপে মনে জাগায় মায়া
কচি সবুজ ধানের খেতে বাতাস করে খেলা
আকাশ নীলে উড়িয়ে ঘুড়ি খোকার কাটে বেলা।
সকালবেলা উঠোনজুড়ে ঝিলিমিলি রোদ হাসে
বর্ণিলতায় ঋতুর বদল হয় যে বারো মাসে।
মিষ্টি বাতাস ছোঁয়ায় আছে সুখের নীরবতা।
পুকুর জলে শাপলা কমল থাকে আঁচল পেতে
সাঁতার কাটে হাঁস-মাছেরা খুনসুটিতে মেতে।
তাল সুপারি আতাগাছের সবুজ পাতার ফাঁকে
টুনটুনি ও বউ কথা কও মধুর সুরে ডাকে
কাঠঠোকরা, কাঠবিড়ালি এডাল ওডাল ছোটে
কাঁচা রোদের আদর মেখে সূর্যমুখী ফোটে।
বাতাবি আর কাঁঠালগাছের নরম কোমল ছায়া
দুপুর রোদের প্রখর তাপে মনে জাগায় মায়া
কচি সবুজ ধানের খেতে বাতাস করে খেলা
আকাশ নীলে উড়িয়ে ঘুড়ি খোকার কাটে বেলা।
সকালবেলা উঠোনজুড়ে ঝিলিমিলি রোদ হাসে
বর্ণিলতায় ঋতুর বদল হয় যে বারো মাসে।
No comments