আজই মাশরাফির প্রথম সিরিজ জয়?
বাংলাদেশ দলের অনুশীলন শুরুর সময় ছিল বেলা
আড়াইটার পর। সাকিব আল হাসান জিমে ঘাম ঝরিয়েছেন তারও কয়েক ঘণ্টা আগে থেকে।
টানা পাঁচ জয়ের পরও বাংলাদেশ জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না। আজ মিরপুরে
তৃতীয় ওয়ানডে জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।
অধিনায়ক মাশরাফি মুর্তজা অধিনায়ক হিসেবে এর আগে নয় ম্যাচের পাঁচটিতে জয়
পেলেও সিরিজ জেতা হয়নি তার। আজ জিতলেই অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতবেন
মাশরাফি। চট্টগ্রামে ২-০-তে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য আজই সিরিজ
নিশ্চিত করা। ডে-নাইট ম্যাচ শুরু হবে বেলা ১২টা ৩০ মিনিটে। সরাসরি ম্যাচটি
সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
ভারতের বিপক্ষে সিরিজের পর মিরপুরে আবার ওয়ানডে ক্রিকেট ফিরছে। চট্টগ্রাম ও মিরপুরের উইকেটের পার্থক্য সবার জানা। একাদশে পরিবর্তন হতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছিল। মিরপুরে সাকিব ও মুশফিককে আগে ব্যাট করতে পাঠানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। মাশরাফি বলেন, স্বস্তিতে থাকার কিছু নেই। এমনটা ভাবলেও তা হবে অপেশাদার মনোভাব। আমার মনে হয় না যে, আমরা খুব ধারাবাহিক। সিরিজ জয়ের ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলছি। কালকের (আজ) ম্যাচ জিতলে আমাদের জন্য সহজ হয়ে যাবে সিরিজ। কেউই চাইবে না সুযোগ হারাতে। এদিকে জিম্বাবুয়ে টাইগারদের পিছু ধাওয়া করেই চলেছে। সিরিজে তিনটি টেস্ট আর দুটি ওয়ানডে খেলার পরও স্পিনারদের সামনে অসহায় এল্টন চিগুম্বুরারা। ব্যাটিং অনুশীলনে স্পিন নিয়ে তাই কাল সময় ব্যয় করল জিম্বাবুয়ে। একটা জয়ের জন্য তৃষ্ণার্ত অতিথিরা। কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক চিগুম্বুরা বলেন, আমরা এখনও জয় পাইনি। একটা জয়ের জন্য আমরা ক্ষুধার্ত। সিবান্দা মনে করছেন নিজেদের বাঁচা-মরার ম্যাচে জয়ে ফিরবে জিম্বাবুয়ে। মিরপুরে বাংলাদেশ সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে ম্যাচ জিতেছে। এরপর আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে শুধু বাদ পড়েছেন আল-আমিন হোসেন। মিরপুরেও তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক ও তামিম ইকবালের রেকর্ড ১৫৮ রানের জুটি বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তৃতীয় ওয়ানডেতেও ওপেনিং জুটি থেকে বড় রানের আশা করছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে স্পিনার আরাফাত সানি চার উইকেট নিয়েছিলেন। মিরপুরের উইকেটে টার্ন ও বাউন্স হবে বলে ধারণা মাশরাফির।
ভারতের বিপক্ষে সিরিজের পর মিরপুরে আবার ওয়ানডে ক্রিকেট ফিরছে। চট্টগ্রাম ও মিরপুরের উইকেটের পার্থক্য সবার জানা। একাদশে পরিবর্তন হতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছিল। মিরপুরে সাকিব ও মুশফিককে আগে ব্যাট করতে পাঠানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। মাশরাফি বলেন, স্বস্তিতে থাকার কিছু নেই। এমনটা ভাবলেও তা হবে অপেশাদার মনোভাব। আমার মনে হয় না যে, আমরা খুব ধারাবাহিক। সিরিজ জয়ের ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলছি। কালকের (আজ) ম্যাচ জিতলে আমাদের জন্য সহজ হয়ে যাবে সিরিজ। কেউই চাইবে না সুযোগ হারাতে। এদিকে জিম্বাবুয়ে টাইগারদের পিছু ধাওয়া করেই চলেছে। সিরিজে তিনটি টেস্ট আর দুটি ওয়ানডে খেলার পরও স্পিনারদের সামনে অসহায় এল্টন চিগুম্বুরারা। ব্যাটিং অনুশীলনে স্পিন নিয়ে তাই কাল সময় ব্যয় করল জিম্বাবুয়ে। একটা জয়ের জন্য তৃষ্ণার্ত অতিথিরা। কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক চিগুম্বুরা বলেন, আমরা এখনও জয় পাইনি। একটা জয়ের জন্য আমরা ক্ষুধার্ত। সিবান্দা মনে করছেন নিজেদের বাঁচা-মরার ম্যাচে জয়ে ফিরবে জিম্বাবুয়ে। মিরপুরে বাংলাদেশ সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে ম্যাচ জিতেছে। এরপর আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে শুধু বাদ পড়েছেন আল-আমিন হোসেন। মিরপুরেও তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক ও তামিম ইকবালের রেকর্ড ১৫৮ রানের জুটি বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তৃতীয় ওয়ানডেতেও ওপেনিং জুটি থেকে বড় রানের আশা করছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে স্পিনার আরাফাত সানি চার উইকেট নিয়েছিলেন। মিরপুরের উইকেটে টার্ন ও বাউন্স হবে বলে ধারণা মাশরাফির।
No comments