পে-স্কেল নিয়ে প্রকাশিত সংবাদকে ‘রাবিশ’ বললেন অর্থমন্ত্রী
বিভিন্ন বিষয়ে ‘রাবিশ’ বলে আলোচিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবার পে-স্কেল নিয়ে প্রকাশিত সংবাদকে ‘রাবিশ’ বললেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে-স্কেল দেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটাকে ‘রাবিশ’ প্রতিবেদন বলে মন্তব্য করেন মুহিত। বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাংযের সঙ্গে সাক্ষাৎকার শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মুহিত জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। আর নতুন পে-কমিশন আগামী জুলাই থেকে কার্যকর হবে। তিনি বলেন, “সংসদে আমি লিখিত বক্তব্য দিয়েছি। তার কোথায়ও ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেল দেয়ার কথা নেই। তাহলে ওই সাংবাদিক এ তথ্য পেল কোথায়? ওই সাংবাদিক কি সংবাদিকতার যোগ্যতা রাখেন? ” অর্থমন্ত্রী বলেন, “বেতন ও চাকরি কমিশন-২০১৩ তাদের প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করবে। এরপর সেটি পরীক্ষা-নীরিক্ষা করা হবে। তারপর আবার সেটি বিল আকারে মন্ত্রিসভায় যাবে। এটা একাট দীর্ঘ প্রক্রিয়া।” ‘রেল, সড়ক ও বিদ্যুতের বিষয়ে সার্কে কোনো চুক্তি হচ্ছে না। এটা তাহলে কি ফ্লপ করলো?' এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইটস ডাজনট ম্যাটার। আমাদের সঙ্গে নর্থ ইন্ডিয়া, ভুটান ও নেপালের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে।” অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ফোরলেন রাস্তা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।
No comments